বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলায় নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’।
বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক জানান, বিভিন্ন এলাকায় মাইকিং, ব্যানার-ফেস্টুন দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও চাষীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ সহ নানা কর্মসূচিতে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।
Leave a Reply