বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী সিরাজ উদ্দিন বেগ ও এমরান আহমদ বেগের যৌথ উদ্যোগে এলাকার অসহায় ২২০টি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে দুই প্রবাসীর বাড়িতে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজমল বেগ। এছাড়াও উপস্থিত ছিলেন, মুরব্বি আব্দুল জাহির, সিরাজ বেগ কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল লিটন আহমদ বেগ, তরুণ সমাজসেবক লিকছন বেগ, সালমান বেগ, আলমগীর বেগ, আমজাদ বেগ, বাবুল বেগ, সেলন বেগ, জুয়েল বেগ ও মাসুম বেগ।
Leave a Reply