সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কর্মতৎপরতার ধারাবাহিকতায় বালাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই সিএনজি অটোরিকশাসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে।
বালাগঞ্জ থানার এস আই লিটন চন্দ্র ঘোষ সংগীয় ফোর্সসহ শনিবার, ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বালাগঞ্জ থানার একটি মামলায় সন্দিগ্ধ আসামি মিছলু মিয়া (২৩, পিতা বসাই মিয়া, বিত্তনিয়া, বালাগঞ্জ, সিলেট) ও আব্দুর রহিমকে (২৩, পিতা নিয়াজ আলী, দক্ষিণ হরিশ্যাম, বালাগঞ্জ, সিলেট) বালাগঞ্জ কলেজ বাজার হতে গ্রেফতার করেন।
পরে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এলাকা হতে অটোচালক সন্দিগ্ধ আসামি সিহাব উদ্দিনকে (৩৫, পিতা মন্তাজ উল্লাহ, ছোট বাকৈর, নবীগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। তথ্য বিবরণী
Leave a Reply