বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেছেন ।
শনিবার সকাল ১১টা থেকে তিনি উপজেলার বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ প্রকল্পর উদ্বোধন করেন।
সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কলমপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল শীতার্তদের মধ্যে বিতরণ করেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যও রাখেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনহার মিয়া।
Leave a Reply