বালাগঞ্জ প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বালাগঞ্জ উপজেলার ১৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ‘স্বপ্ননীড়’ নামের বসতঘর উপহার দিয়েছেন।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এই ঘরগুলো সুবিধাভোগীদের সমজিয়ে দেন।
এ সময় বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার-ভূমি পলাশ মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, মো জুনেদ মিয়া, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী শাহ ফরিদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল, উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষক লীগের সভাপতি মো আলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো নাসির উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো মুক্তার আলী, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল মুনিম, পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, সদস্য আইনুর আহমদ, ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপু, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংবাদিক আবুল কাশেম অফিক, তারেক আহমদ ও জাকির হোসেন।
Leave a Reply