নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, দেশে সত্যিকার পরিবর্তনের জন্যে বাম-গণতান্ত্রিক শক্তির উত্থানের বিকল্প নেই। এ জন্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সিলেটে দলের আঞ্চলিক শিক্ষা শিবির উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় শহীদ সুলেমান হলে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাসদের ৯ নম্বর জোন ও মৌলভীবাজার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু। আলোচনায় অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক আরিফ মিয়া, গণফোরাম সভাপতি অ্যাডভোকেট আনসার খান, অধ্যাপক আবুল কাশেম, ডা বীরেন্দ্র চন্দ, কে এ কিবরিয়া ও সৈয়দ মনির হেলাল।
পরিচালনায় ছিলেন, বাসদের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর।
Leave a Reply