সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দক্ষিণ সুরমার মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সুমিতা দাস ও তার স্বামী স্কলার্সহোমের শাহী ঈদগা শাখার প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায়ের মৃত্যুর একবছর পূর্ণ হয় বুধবার।
এ উপলক্ষে নিহতদের স্মরণে ও গাড়ি চালক ঘাতকের বিচারের দাবিতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে দুপুর দুইটায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে গণজমায়েত, মানববন্ধন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও কবি সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমিতা দাসের ছোট ভাই ধ্রুব গৌতম। সিলেটের বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি কবি এ কে শেরাম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ও সুমিতা দাসের সহপাঠী হোসনে আরা কামালী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক কবি প্রণব কান্তি দেব, রেডক্রিসেন্ট হাসপাতালের পরিচালক ডা সুধাময় মজুমদার, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, ছড়ামঞ্চ সিলেটের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন চন্দ্র চন্দ, নিউ নেশন পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক এ এস শফি, চন্দ্রবিন্দু সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম।
সুমিতা দাস ও অরিজিত রায়ের একমাত্র শিশুকন্যা অরুনিমা রায় স্নেহা এ সময় বাবা-মার হত্যাকারীর বিচার দাবি করে।
Leave a Reply