হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া, সুবিদপুর, করিমনগর ও সুনারু গ্রামের ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তার ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ সুপার মানছুরা আক্তার, সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল, বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্ত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল হক আখনজী, নজরুল ইসলাম, আতুকুড়া সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও প্রভাংশু দাস।
পুলিশ সুপার আতুকুড়ায় নূরে মদিনা হিফজুল কোরআন মাদরাসার ছাত্রদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার অপ্রাপ্ত বয়সে ছেলেমেয়েদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার এবং কথায় কথায় দাঙ্গায় না জড়ানোর আহ্বান জানান।
Leave a Reply