হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
সোমাবার বিকেলে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সুইচ টিপে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আবু জাফর, দক্ষিণ সাঙ্গর মাদরাসার সুপার মওলানা আব্দুল হামিদ, আওয়ামী লীগের উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফজল চৌধুরী, মক্রমপুর ইউনিয়ন সভাপতি সাজিদ আলী তালুকদার, ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক মেম্বার মাহফুজুর রহমান তালুকদার, বিশিষ্ট মুরব্বি কামরুল ইসলাম চৌধুরী ও সাবেক মেম্বার আব্দুল হান্নান। পরিাচলনায় ছিলেন, টিপু সুলতান।
Leave a Reply