হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের মন্দরী ইউনিয়নের আগুয়া, শ্রীরামপুর, রাজানগর ও দুলালপুর গ্রামে ৯৫০টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
পরে তিনি মন্দরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হকের সভাপতিত্বে এবং বাবুল চৌধুরী ও আলী আহমদ সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, এজিএম এ কে এম মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, অন্যতম নেতা এইচ এম জাহির ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক।
Leave a Reply