হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের পুকড়া ইউনিয়নের ধানকুড়া, রূপাপৈল ও নিয়ামতপুর গ্রামে ৩৪৫টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন, প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
সাবেক ইউপি চেয়ারম্যান নীলমনি দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, পল্লীবিদ্যুতের বানিয়াচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমত কামাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সমিরণ দাশ ও নাসির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোফাচ্ছল হোসেন।
Leave a Reply