হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া ও দীঘলবাগ গ্রামের ১৭৫টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান দেয়া হয়েছে।
রবিবার বিকেলে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
পরে কান্দিপাড়া মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গোপেশ চন্দ্র দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও বানিয়াচঙ্গ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আবু জাফর। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষক রানা লাল দাশ, বলাই দাশ, ইউপি সদস্য গোপাল চন্দ্র দাশ, নীরেশ দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, নাসির উদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা কাজী আমিন ও ছাত্রলীগ আহ্বায়ক মোফাজ্জল হোসেন।
Leave a Reply