হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে হাওর থেকে ৩০ হাজার মিটার নিষিদ্ধ বের জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সাফরার হাওরে জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার বের জাল জব্দ করা হয়। এর আগে আজমিরীগঞ্জ উপজেলার হাওর থেকে জব্দ করা হয় একই ধরনের আরো ১০ হাজার মিটার জাল। পরে জব্দকৃত জালগুলো কালারডোবা এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী ও শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা।
জেলা মৎস্য কর্মকর্তা মো শাহজাদা খসরু জানান, মৎস্য আইনে এসব জাল নিষিদ্ধ। এসব অবৈধ জাল দিয়ে হাওরের পোনা মাছ নিধন করে কিছু মৎস্যজীবী। জব্দ করা জালের প্রায় মূল্য ৩০ লাখ টাকা।
Leave a Reply