হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার সংস্কার কাজ শুরু হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো সেলিম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংঙ্খ শুভ্র রায়, আলেয়া-জাহির কলেজের অধ্যক্ষ প্রার্থ প্রীতম দাশ, বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী নিরঞ্জন সাহা নিরু, যমুনা টিভি প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার রায় সুজন, বিশ্বজিৎ আচার্য্য, সুধীর সরকার সরকার ও বানিয়াচঙ্গ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা কাজল চ্যাটার্জী। সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম, কোথায়ও মন্দিরের জায়গা কারো দখল করে থাকলে তা স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলার উন্নয়নসহ আমূল পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো গ্রাম্য দাঙ্গা হয়না।
উল্লেখ্য, পুলিশ এই আখড়ার প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রভাবশালী দখলদারদের কবল থেকে উদ্ধার করে দিয়েছে।
Leave a Reply