হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার বাগজুর গ্রামে শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
সোমবার এ সংঘর্ষ হয়। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে ঐ গ্রামের লকুজ মিয়ার ছেলে আরিফ ও কদ্দুছ মিয়ার ছেলে রাজিব একই গ্রামের আব্দুর রশিদের গাছ থেকে আম পাড়ছিল। এ নিয়ে আব্দুর রশিদের ছেলে আল আমিনের সাথে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।
এর জের ধরে বিকেল ৪টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্ট চলে সংঘর্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply