হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার হলদারপুর গ্রামে ভিজিএফ চাল বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, ২/৩ দিন পূর্বে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলদারপুর গ্রামের হাবিবুর রহমান ভিজিএফের চাল বিতরণ করেন; কিন্তু ভিজিএফ তালিকাভুক্ত একই গ্রামের সেকুল মিয়াকে চাউল দেয়া হয়নি। বৃহস্পতিবার বিকেলে তার ভাই সিরাজুল ইসলাম চেয়ারম্যানের বড়ভাই হাফিজুল ইসলামের কাছে বিষয়টি জানাতে যান। এ নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে এলাকার মুরব্বি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে আহতদের মধ্যে ইসলাম উদ্দিন (২৬) নামের একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ৩ জনকে পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সহকারী পুলিশ সুপার শৈলেন্দ্র চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply