হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা সদরের ৪নং ইউনিয়নের বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
শনিবার বিকেলে ইউপি মিলায়তনে জাতীয় পার্টির জেলা সদস্য সচিব শংকর পালের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।
দলের তারাসই গ্রামের নেতা আরফান উল্লাহর সভাপতিত্বে ও যুবসংহতি নেতা হাবিবুর রহমান হবিবের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, বানিয়াচঙ্গ উপজেলা জাপার সাবেক সভাপতি মখছুদ্দুজামান খান, জেলা ছাত্র সমাজের সভাপতি জোবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, উপজেলা জাপা নেতা আঙ্গুর মিয়া, পিয়ানুর আহমেদ হাসান, যুবসংহতির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জামাল, সৈয়দ মসনুর আহমেদ, এনায়েত হোসেন ও হবিগঞ্জ পৌর জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র বর্মন।
Leave a Reply