হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এতে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। দেয়া হয় বিনামূল্যে ওষধপত্র। এছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য মনোনীত করা হয়।
শনিবার দুপুরে উপজেলার কাগাপাশা চান্দপুর জনতা উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর উদ্যোগে সমাজ উন্নয়ন কেন্দ্র এ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে। এর উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মজিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনসুর আহমেদ চৌধুরী।
মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন।
Leave a Reply