হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে পুলিশের তালিকাভুক্ত ডাকাত সাইফুল ইসলাম ঝিলকী নিহত হয়েছে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। পুলিশ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে।
আহত পুলিশ ও ডাকাতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত সাইফুল ইসলাম ঝিলকী উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা গ্রামের মতিউর রহমানের ছেলে। আটককৃত ডাকাতরা হচ্ছে, আতুকুড়া গ্রামের আজম উদ্দিন, পাহাড়পুর গ্রামের আব্দুল বারী ও মনু মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ ভোরে নৌকা যোগে কাগাপাশা ইউনিয়নের ইউসুফপুর গ্রামে সাইফুল ইসলাম ঝিলকীর ভায়রা ভাই ইসমত মিয়ার বাড়ি ঘেরাও করে। এ সময় ঘর থেকে পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলিবর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে। এতে সাইফুল ইসলাম ঝিলকী গুলিবিদ্ধ হয়। তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply