হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া ফুটবল মাঠে টুর্নামেন্ট শুরু হয়। এতে ১০টি স্কুলের ছাত্র ও ২টি স্কুলের ছাত্রীরা অংশ নেয়।
ছাত্রদের বিভাগে ফাইনালে উঠে আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ছাত্রীদের খেলায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আকুতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে খেলার সুযোগ করে নিয়েছে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, নাজমুল হক, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।
Leave a Reply