হবিগঞ্জ প্রতিনিধি : হগিঞ্জের বানিয়াচঙ্গে আন্তঃ ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে পুকড়া ইউনিয়নের দড়ওয়া সরকারি বিদ্যালয় উপজেলা পর্যায়ে উঠেছে।
বুধবার সকালে আতুকুড়া ফুটবল মাঠে টুর্নামেন্ট শুরু হয়। এতে ৪টি ইউনিয়নের ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ছাত্রদের বিভাগে ফাইনালে উঠে কুশিয়ারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়ওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে টাইব্রেকারে দড়ওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম ও রিপন মিয়া। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, নাজমুল হক ও মৃত্যুঞ্জয় দেব, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সহকারী শিক্ষিক মতিলাল রায়, মশিউর রহমান, শফিকুল ইসলাম খান, শঙ্কর নারায়ন চক্রবতী, মেহেরুনেছা বেগম, শেখ সাজেদা বেগম, লিপিকা রানী রায়, সেবিকা রানী রায় ও বৃষ্টি রানী চৌধুরী।
Leave a Reply