হবিগঞ্জ প্রতিনিধি : প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বানিয়াচং থানা পুলিশ ইমাম সিকান্দর হোসাইন আকবরীকে গ্রেফতার করেছে।
সিকান্দর হোসাইন আকবরী উপজেলার মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সমর আলী ফকিরের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দিন তালুকদারের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ইমাম সিকান্দর হোসাইন আকবরীকে গ্রেফতার করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির কোন দুরভিসন্ধি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সিকান্দর হোসেন আকবরী ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলের করাতকান্দি মসজিদের ইমাম। তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
Leave a Reply