হবিগঞ্জ প্রতিনিধি : পালিয়ে প্রেমিকের কাছে গিয়ে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার জোনাকী আক্তার (২২) প্রাণ হারিয়েছে। আর প্রেমিকার মরদেহ গুম করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে প্রতারক প্রেমিক। তবে সে প্রেমিকাকে হত্যার বিষয়টি অস্বীকার করেছে।
শনিবার রাতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপজেলার কাষ্টঘর এলাকার মৃণাল পাণ্ডের ছেলে অনিক পাণ্ডে জানায়, কয়েক মাস পূর্বে ফেসবুকের মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে তার পরিচয় হয় একই উপজেলার রঘুচৌধুরীপাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে দু’সন্তানের জননী জোনাকী আক্তারের সঙ্গে। সে নিজেকে মুসলিম যুবক হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর জের ধরে জোনাকী আক্তার একদিন পালিয়ে প্রেমিকের কর্মস্থল নেত্রকোনায় চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে, অনিক পাণ্ডে হিন্দু। এ অবস্থায় জোনাকী আক্তারের কপালে সিঁদুর ও হাতে শাঁখা পরিয়ে স্ত্রী পরিচয়ে তাকে বাসায় তুলে অনিক পাণ্ডে; কিন্তু জোনাকী আক্তার তার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করলে বিরোধ বাঁধে দু’জনার মধ্যে। তখন তাকে নির্যাতন শুরু করে অনিক পাণ্ডে । গত শুক্রবার রাতে জোনাকী আক্তার মারা যায়। এরপর অনিক পাণ্ডে এম্বুলেন্সে করে মরদেহ নিয়ে নেত্রকোনা থেকে বানিয়াচঙ্গের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরদিন সন্ধ্যার দিকে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের শুটকি এলাকায় এসে মরদেহ পানিতে ফেলতে গিয়ে এলাকার লোকজনের চোখে পড়ে যায়। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশের কাছে অনিক পাণ্ডে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ও জোনাকী আক্তারের পালিয়ে তার কাছে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে।
বানিয়াচঙ্গ থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, অনিক পাণ্ডে দাবি করেছে, জোনাকী আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে মৃত্যুর কারণ জানতে মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জোনাকী আক্তারের ৩ বছরের শিশুসন্তান তন্বীকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply