হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।
গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আশংকাজনক অবস্থায় নাছিমা আক্তার শিল্পী, মাহিন মিয়া ও মহিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উত্তর সাঙ্গর গ্রামের সিরাজ মিয়া ও আব্দুল হেকিমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Leave a Reply