হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ শামরুল ইসলামকে ৭ গ্রামবাসী সমর্থন জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে মাদানীগঞ্জ বাজারে এক পরামর্শ সভায় আওয়াল মহল, আমিরপুর, শাহেপুর, ফতেহপুর, জলিলপুর, জাঙ্গালিয়া ও কাকুড়া গ্রামবাসী তাকে সমর্থন দেন।
সাত গ্রামের বিশিষ্ট মুরব্বি আইয়ুব আলী খানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো মোফাচ্ছল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী হাফেজ মো শামরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি মো আব্দুল রেজ্জাক মিয়া, আব্দুল্লাহ মিয়া ও মো মুকছুদ মিয়া।
সভায় উপস্থিত সকলের প্রতি চেয়ারম্যান প্রার্থী শামরুল ইসলাম কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইউনিয়নবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply