হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় ১ জনকে পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে ৭ জন টেটাবিদ্ধ। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, আলমপুর গ্রামের সেলিম মিয়ার কাছে মুহিত মিয়া রবিবার রাত সাড়ে ৮টার দিকে তার পাওনা টাকা চাইতে যান। এ নিয়ে দু জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোকজন হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে ঘটনারস্থলে গিয়ে বানিয়াচঙ্গ থানার পুলিশ ১০ রাউন্ড কাঁদানো গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচঙ্গ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply