হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার তিন খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এস এম নাসিম রেজা।
তিনি অভিযুক্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পুরান পাথারিয়া গ্রামের তোরাব আলী, সুরুজ মিয়া, আলী মোহাম্মদ ও করম আলী।
পুরান পাথারিয়া গ্রামের আলী মোহাম্মদ ও করম আলী গোষ্ঠীর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর সংঘর্ষে আলী মোহাম্মদ গোষ্ঠীর নূর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে করম আলী গোষ্ঠীর শামসুল হককে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই পক্ষের অপর আহত আফিল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয়পক্ষ একই দিন বানিয়াচং থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।
আদালত আফিল উদ্দিন ও শামসুল হক হত্যা মামলায় তোরাব আলী, সুরুজ মিয়া ও আলী মোহাম্মদকে এবং নূর মোহাম্মদ হত্যা মামলায় করম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply