হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া মাঠে শফিকুল ইসলাম উজ্জ্বল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে।
শুক্রবার সকালে শাহজালাল একাদশ বনাম আতুকুড়া শেখ স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে শেখ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা দলের সাবেক কোচ ফ্রান্স প্রবাসী সাংবাদিক ফেরদৌস করিম আখনজী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতিরি সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হোসেন, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস, সহ সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহেমদ, প্রচার সম্পাদক নূরুল আমীন, আশহাদুর রহমান, রুহুল আমিন, তাহির আলম ও দুলাল মিয়া। সভাপতিত্ব করেন সামছুল হক আখনজী। পরিচালনায় ছিলেন, মহিবুল হোসেন উজ্জ্বল ও শিপন মিয়া।
Leave a Reply