হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জলমহালের ইজারা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নিহত মতিউর রহমান (৪৫) নোয়াগাঁও গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। আহত ৫ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এলাকাবাসী জানান, নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার তালেব মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা আরজু মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মেন্দি ও পাড়ুয়া বিল ইজারা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বানিয়াচঙ্গ থানার ওসি রাশেদ খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply