হবিগঞ্জের বানিয়াচঙ্গে শরীফ উদ্দিন সড়ক থেকে ঈদগা যাবার রাস্তায় গড়ের খালের উপর নির্মিত সেতু উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
পরে তিনি এ উপলক্ষে আদাবাড়ী মাঠে জাতুকর্নপাড়া সহ ৪ মহল্লাবাসী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কালাই মিয়ার সভাপতিত্বে ও রাশেদ আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ফজলুর রহমান খান ও হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান খান ও হারুন মিয়া, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দাল হোসেন খান, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া, কবির মাস্টার, কাজল চ্যাটার্জী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক শেখ শোভন, ইউপি সদস্য ধন মিয়া প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রকল্পটি ৪০ লাখ ৯৪ হাজার ৫শ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়।
Leave a Reply