হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের সুজাতপুর ইউনিয়নের বাল্লা নোয়াবাদ সহ আশপাশের এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র শতাধিক জেলে পরিবারের মধ্যে জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাল্লা গোড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুজাতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ জাল বিতরণ করা হয়।
জাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতা আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হরবল্লব চৌধুরী, সাবেক মেম্বার আক্কল মিয়া, সাবেক মেম্বার রঙ্গু মিয়া, মুক্তিযোদ্ধা দেবেশ অধিকারী, প্রধান শিক্ষক মাতাব মিয়া, বাল্লা গোড়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাস, রবিন্দ্র চৌধুরী, শিহাব আহমেদ, মহেশ্বর মাস্টার, সত্যবান চৌধুরী, মহিতোষ দাস, বিশ্বদেব দাস, সুহৃদ আহমেদ খোকন, ইউপি সদস্য জম্মত আলী, মঈন উদ্দিন, সোমচাঁদ দাস, লিটন দাস, জয় কুমার চৌধুরী, ইকবাল, লুৎফুর রহমান, মস্তু মিয়া, তাহির মিয়া, মোবাশ্বির মিয়া, এনায়েত মিয়া, জুনু ঠাকুর, রাজ বল্লভ চৌধুরী, শিশির দাস, তৌহিদ মিয়া প্রমুখ।
Leave a Reply