হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুবিদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, কবি তাহমিনা বেগম গিনি, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস ও প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাউয়ূম, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মিয়া, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, ব্যপস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম লিটন, আতুকুড়া গ্রামের মুরুব্বি আলী আকবর খান, আয়োজক সংগঠনের সহ সভাপতি সামছুল হক আখঞ্জী ও সাংবাদিক এস এম সুরুজ আলী। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ। সবশেষে ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply