হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় চাল আত্মসাতের জের ধরে এক পুরুষ মেম্বার সংরক্ষিত আসনের মহিলা মেম্বারকে পিটিয়ে আহত করেছেন।
আহত মহিলা মেম্বার সাফিয়া খাতুনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাফিয়া খাতুনের ঘনিষ্ঠজনরা জানান, মক্রমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকার থেকে জিআরের ৪ টন চাল বরাদ্দ দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে সাফিয়া খাতুন সহ ইউনিয়ন পরিষদের ৮ মেম্বার এ ব্যাপারে পরামর্শ সভায় বসেন।
পরামর্শ সভায় সময় হিয়ালা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মহিবুর রহমানের বিরুদ্ধে চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ আনেন মহিলা মেম্বার সাফিয়া খাতুন। এ নিয়ে সাফিয়া খাতুনের সাথে মহিবুর রহমানের কাটাকাটি হয়। এক পর্যায়ে মহিবুর রহমান সাফিয়া খাতুনকে চুলে ধরে টানাহেচড়া ও বেধড়ক মারপিট করেন।
ইউপি সদস্য আজমান মিয়া জানান, চাউল আত্মসাতের ঘটনা নিয়েই মহিবুর রহমান মহিলা মেম্বারকে পিটিয়ে আহত করেন।
Leave a Reply