হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে সাবিনা বেগম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার লোহাজুরী গ্রামের নিম্বর শাহ চাঁন মিয়ার মেয়ে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। পুলিশ জুম্মান খান নামে এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাবিনা বেগমের সাথে পাশের ঘরের নান্দু খানের ছেলে জুম্মান খানের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে সাবিনা বেগম অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। মাসখানেক আগে বিষয়টি জানাজানি হলে জুম্মান খানের পরিবার গর্ভের সন্তান নষ্ট করলে সাবিনা বেগমকে বধূ হিসেবে মেনে নেয়ার সিদ্ধান্ত জানায়। এর পরিপ্রেক্ষিতে তার গর্ভপাত ঘটানো হয়; কিন্তু এর পরপরই কথা থেকে সরে যায় জুম্মান খানের পরিবার। আয়োজন করা হয় গ্রাম্য সালিশের। বৃহস্পতিবার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খান সালিশ বৈঠকে ৬০ হাজার টাকায় বিষয়টি দফারফার সিদ্ধান্ত দেন।
রবিবার সাবিনা বেগমের বাবা মেয়েকে একা রেখে পাশের নতুন হাটি গ্রামে বড় মেয়ে সাহেরা খাতুনের বাড়িতে যান। সোমবার বাড়ি ফিরে দেখেন, সাবিনা বেগম মৃত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
Leave a Reply