হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নে আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে রত্না উচ্চ বিদ্যালয় ও সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী সভাপতিত্বে ও এনামুল হক আখঞ্জী এনামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, আওয়ামী লীগ নেতা তজমুল হক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী রাকেশ চৌধুরী রাখাল ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সাহিবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম খান, প্রধান শিক্ষক আব্দুল্লাহ মিয়া, আবু তাহের, কামাল আহমেদ, রানা লাল দাস, নাজমুল হক ও নিতেন্দ্র চন্দ্র দাস, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম আখনজী, আবুল হোসেন প্রমুখ।
Leave a Reply