JUST NEWS
SAMMYABADI DAL CENTRAL POLITBURO MEMBER COMRADE DHIREN SINGH PASSED AWAY
সংবাদ সংক্ষেপ
বানিয়াচংয়ে খেলাফত মজলিসের উলামা ও কর্মী সমাবেশ সুনামগঞ্জে বাউল কামাল পাশার ১২১ তম জন্মবার্ষিকী পালিত পুষ্টি ক্ষেত্রে সিলেটের পরিস্থিতি দেশের অন্যান্য জেলার চেয়ে খারাপ : জেলা প্রশাসক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কেউ মাদক ও ব়্যাগিংয়ে জড়ালে কঠোর ব্যবস্থা : উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভর্তি মেলায় প্রথম দিনেই অভুতপূর্ব সাড়া ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ খুব শিগগির Sammyabadi Dal leader Dhiren Singh is no more সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ মারা গেছেন : শোক প্রকাশ মাধবপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল || রেল লাইনের দুপাশে যানজট সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ মারা গেছেন বিতর্কিত নতুন পাঠ্যপুস্তক মানুষ গ্রহণ করবে না : হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী শেখ মনির জন্মদিন উপলক্ষে হবিগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কর্মগুণে জমির আহমদ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : হাবিব জকিগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট মাহা-সিলেট জেলা প্রেসক্লাব ক্যারমে চ্যাম্পিয়ন আরিফ-আশরাফ Dialogue on Present Situation of Health Services

বানিয়াচঙ্গে উৎসবের মধ্য দিয়ে নতুন বই বিতরণ

  • মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নে আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে রত্না উচ্চ বিদ্যালয় ও সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী সভাপতিত্বে ও এনামুল হক আখঞ্জী এনামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, আওয়ামী লীগ নেতা তজমুল হক চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী রাকেশ চৌধুরী রাখাল ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সাহিবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল হক আখনজী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম খান, প্রধান শিক্ষক আব্দুল্লাহ মিয়া, আবু তাহের, কামাল আহমেদ, রানা লাল দাস, নাজমুল হক ও নিতেন্দ্র চন্দ্র দাস, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম আখনজী, আবুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest