হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে একদিনে ২টি খুনের ঘটনা ঘটেছে। এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হলদারপুর গ্রামের মো কামাল মিয়াদের সাথে একই গ্রামের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষে কামাল মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন মারা যান। এ ব্যাপারে দায়ের করা মামলায় কামাল মিয়া সাক্ষী হন। তিনি মামলাটি পরিচালনাও করতেন।
বুধবার সন্ধ্যার দিকে কামাল মিয়া নবীগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় শিবগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান এলাকা ছেড়ে চলে গেছেন।
একইদিন রাতে উপজেলার চতুরঙ্গ রায়পাড়ায় এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন।
নিহত আবু বকর (৩৮) গ্রামের মো ইউনুস আলীর ছেলে। তার বড় ভাই মো আলী আমজাদ জানান, তারা চার ভাই। এর মধ্যে আলী নেওয়াজ সবার ছোট। তিনি মানসিক ভারসাম্যহীন। বুধবার রাত ১০টার দিকে আলী নেওয়াজ ছুরি নিয়ে বড়বাজার শহীদ মিনারের কাছে যান। এসময় আবু বকর তাকে আনতে গেলে আলী নেওয়াজ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আবু বকরের নাকে আঘাত করেন। আশেপাশের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার অপূর্ব দাস তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply