হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ময়না মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকালে দক্ষিণ যাত্রাপাশা পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেখাছ মিয়া সহ অন্যরা। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন, অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ পুলিশ বাড়ির পাশের পুকুর থেকে ময়না মিয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ময়না মিয়ার ছেলে বাবলু মিয়া বাদি হয়ে এলাকার মান্নান মিয়া সহ ১০ জনকে আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply