হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি সেটডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহ্বায়ক এনামুল হোসেন খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান, হাসিনা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, হাবিবুর রহমান, রেখাছ মিয়া, আব্দুল কদ্দূছ শামীম ও ফজলুর রহমান খান।
উদ্বোধনী খেলায় রোজেস এলিভেন ক্লাব ১-০ গোলে কেবিএস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়।
Leave a Reply