হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের পুকুড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার আওয়ামী লীগ নেতা অরুণ দাশ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ ও পুকড়া গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আরব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক নূরুল ইসলাম ও ছাত্রলীগ সভাপতি মোফাচ্ছল হোসাইন।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি সকালে পশ্চিম পুকড়া গ্রামের একটি পুকুরপাড় থেকে অরুণ দাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply