হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আউয়াল মহল, আমিরপুর, কাকুড়া, জাঙ্গালিয়া, শাহেপুর, জলিলপুর ও ফতেহপুর গ্রামের ৬৫৭টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া করা হয়েছে।
বুধবার বিকেলে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এ উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবেও তিনি বক্তৃতা করেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নানু মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগের আহ্বায়ক মোফাচ্ছল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পল্লীবিদ্যুৎ সমিতির উপজেলা ডিজিএম আমজাদ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, আওয়ামী লীগ নেতা শেখ আজিজুল হক, বিশিষ্ট মুরব্বি আব্দুল হক, মোতাব্বির হোসেন, আরব আলী খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ জহুর আমিন ও ছাত্রলীগ সভাপতি আলী আহমেদ জুনেদ। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ সামরুল ইসলাম।
Leave a Reply