হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় মুরাদপুর হাওরে নৌকা ডুবিতে দুলেনা আক্তার (৩০) নামের এক নারী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন তার বড়ভাই ও শিশু সন্তান। এই দুইজনকে উদ্ধারে তৎপরতা চলছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুলেনা আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা-হুকড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে। নিখোঁজ তার বড়ভাই আলী নূর (৪৫) ও শিশুপুত্র খোকন মিয়া (৫)।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, ছোট একটি ইঞ্জিন চালিত নৌকা ৭/৮ জন যাত্রী নিয়ে শিবপাশা থেকে বানিয়াচঙ্গের মুরাদপুর ইউনিয়নের রহমতপুর যাচ্ছিল; কিন্তু রহমতপুর গ্রামের কাছে পৌঁছতেই হঠাৎ নৌকাটি ডুবে যায়। হাওরে থাকা লোকজন তাৎক্ষণিক ২/৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে দুলেনা আক্তারের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply