হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার মকা গ্রামের ২২২টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে।
বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। পরে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল আমীন চৌধুরী, বানিয়াচঙ্গ পল্লী বিদ্যুতের উপ মহাব্যবস্থাপক আবু জাফর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ আলী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি জনাব আলী, সাংসদের একান্ত সচিব সেলিম উদ্দিন, ইউপি সদস্য সাফিক মিয়া, মুহিত উদ্দিন, মিনারা খাতুন, সুলতান মিয়া, কামাল হোসেন, আব্দুল মজিদ, বক্কর মিয়া, আবুল কাশম, আশরাফ আলী প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, আওয়ামী লীগ সরকার দেশেরে উন্নয়ন করছে; কিন্তু বিএনপি আমলে শুধু লুটপাট হয়েছিল।
Leave a Reply