হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের বালিখাল নদীতে প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে উপজেলার শিবপুর গ্রামবাসী শনিবার বিকেলে এর আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন স্থান থেকে ৮টি নৌকা অংশ নেয়। এর মধ্যে বাগাহাতা গ্রামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, ডা অসিত রঞ্জন দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও মুরব্বিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply