হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বালিখাল নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক আকর্ষণীয় এ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচের পুরো সময় জুড়ে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর দর্শকদের হাততালিতে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে।
এ নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে ৭টি নৌকা অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয়, হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের কালা মিয়ার নৌকা। রানারআপ হয় টঙ্গিরঘাট গ্রামবাসীর নৌকা। তৃতীয় হয় আতুকুড়া গ্রামের আব্দুল হেকিমের নৌকা।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, পুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সজিব আলী ও স্থানঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন, আয়োজক কমিটির সভাপতি নগেশ দাশ। পরিচালনায় ছিলেন, হরি শংকর দাস, মোহিত লাল দাশ ও রিপন দাশ।
Leave a Reply