হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে আলীগঞ্জ বাজারে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসকর মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, শাহ শওকত আরেফিন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নানু মিয়া ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ। সভাপতিত্ব করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন।
Leave a Reply