হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের দৌলতপুর ও দামারগাঁও গ্রামের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর (ঢেউটিন) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অনুদান বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন আরবান রিজিলেন্স প্রজেক্ট প্রকল্প পরিচালক ও দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রালয়ের উপ সচিব আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ এবং জেলা ত্রাণ ও পুর্বাসন কর্মকর্তা বেলায়েত হোসেন।
Leave a Reply