হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে ৪র্থ ধাপে ৬৯০টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এতে ব্যয় হয়েছে এক কোটি টাকা। শনিবার বিকেলে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান নতুন এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
এ উপলক্ষে গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামাবাসী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ছোলায়মান মিয়া, উপ মহাব্যবস্থাপক আবু জাফর, পরিচালক শেখ আজিজুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হক, ফজলুর রহমান, আব্দুল কদ্দুছ শামীম ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার।
Leave a Reply