হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে সোলার স্ট্রিটলাইট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাতে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ফলক উন্মোচন ও সুইচ টিপে স্ট্রিটলাইট উদ্বোধন করেন।
এ উপলক্ষে গ্যানিংগঞ্জ বাজার কমিটির উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি রোটারিয়ান রেজাউল মোহিত খানের সভাপতিত্বে এবং ক্রীড়া ও প্রচার সম্পাদক মো শাহজাহান মিয়া ও মতিউর রহমান মতির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জাম্মেল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেখান মিয়া, মাওলানা চেয়ারম্যান হাবিবুর রহমান ও যুক্তরাজ্য প্রসাবী ফজিলত হোসেন খান।
সাংসদ আব্দুল মজিদ খানের প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা ও টিআর কর্মসূচির আওতায় প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে সোলার স্ট্রিটলাইট স্থাপন করা হয়েছে।
Leave a Reply