হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত্ব হয়েছে।
শনিবার সকালে আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী ও জ্যেষ্ঠ সহ সভাপতি সামছুল হক আখনজী।
সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক আখনজীর পরিচালনায় আরো বক্তৃতা করেন, সহ সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলী ও প্রভাংশু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন উজ্জ্বল, সাইফুল ইসলাম, আশহাদুর রহমান ও শেখ অপু।
Leave a Reply