হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজার ও পুলিশ ফাঁড়ি সহ ৩৫৫টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
শুক্রবার সকালে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পষিদর চেয়ারম্যান ফজলুর রহমান খানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযুষ সূত্রধরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পল্লী বিদ্যুতের উপ মহাব্যবস্থাপক আমজাদ হোসেন ও সুকুমার দাস মোহন্ত।
প্রধান অতিথি বলেন, গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। ফলে গ্রামের সাধারণ মানুষ শহরের সাথে তাল মিলিয়ে সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করতে পারবে।
Leave a Reply